ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার এ বিশাল জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মাওলানা মো. মাহফুজুর রহমান।
বিজ্ঞাপন
এই মাঠে নামাজ আদায় করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ঢাকা থেকে ঈদের জামাতে আসা রাব্বি ইসলাম বলেন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ও দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে নামাজ আদায় করার জন্য ঢাকা থেকে বন্ধুর বাসায় এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আল্লাহ আজ সে আশা পুরণ করেছে। জীবনে প্রথম লাখ মুসল্লির সঙ্গে ঈদের নামাজ পড়তে পেরে ভালো লাগছে।
পীরগঞ্জ থেকে নামাজ পড়তে আসা সাব্বির হোসেন বলেন, আমি এর আগেও ঐতিহাসিক গোড়-এ শহীদ ময়দানে নামাজ পড়েছি। এবারও আমি ও আমার বন্ধুরা মিলে ঐতিহাসিক গোড়-এ শহীদ ময়দানে ঈদের নাজাম আদায় করতে এসেছি। সবাই মিলে আনন্দ করে একসঙ্গে নামাজ আদায় করলাম। একসঙ্গে সবাই মিলে নামাজ পড়ে বেশ ভালো লাগল।
বিজ্ঞাপন
গোর-এ-শহীদ ময়দানের ইমাম মাওলানা মাহফুজুর বলেন, আল্লাহ তালার রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছে। আমারা নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করেছি।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, সুন্দর পরিবেশে ঈদুল আজহার নামাজ গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।
প্রতিনিধি/ এজে