মাদারীপুরে পবিত্র ঈদুল আযহার সবচেয়ে বড় নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল ৭টায় মাদারীপুর পৌরসভার কেন্দ্রীয় ইদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জামাতে নামাজ পড়ান পুরান বাজার বড় মসজিদের ইমাম মুফতি মো. হাসান। পরে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজের ২য় জামাত। ২য় জামাতে নামাজ পড়ান পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। ঈদের নামাজ আদায় করতে সকাল সাড় ৬টার পর পর আসতে শুরু করেন মুসল্লীরা। প্রথম জামাতে ঈদগাহের মাঠের পাশাপাশি পুরাণ বাজারের প্রধান সড়কে নামাজে অংশ নেন মুসল্লীরা। পৌরসভার ব্যবস্থাপনায় দুটি জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেয়। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনিসহ সমগ্র মুসলমানদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে মুসল্লীরা বুকে বুক মিলিয়ে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম জানান, ঈদে মুসল্লীদের নামাজ আদায়ের জন্য পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
প্রতিনিধি/ এজে