বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল

জেলা প্রতিনিধি, শরীয়তপুরে
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল

রাত পোহালেই ঈদুল আজহা। অন্যরা যখন ঈদযাত্রা ও কোরবানি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তখনও শরীয়তপুরে ছাত্রদলের একটি অংশ কমিটি বাতিলের দাবিতে রয়েছেন সড়কে।

সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৬ জুন) রাত ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কে মশাল মিছিল করেন একাংশের নেতাকর্মীরা। দাবি না মানলে জেলা অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে অংশ নেয় অন্তত ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।


বিজ্ঞাপন


মিছিল শেষে বক্তারা জানায়, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র এবং বিবাহিত লোকদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থী। দ্রুত কমিটি বাতিল করে নতুন করে কমিটি করতে হবে।

তারা আরও বলেন, এই মশাল মিছিল ছিল আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট আল্টিমেটাম। যদি দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিল না করা হয় তাহলে গোটা শরীয়তপুর অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তারা।

এ সময় ছাত্রদলের একাংশের নেতা সদ্য ঘোষিত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, গঠনতন্ত্র পরিপন্থী এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। এ কমিটি বাতিল না করা হলে আমরা কঠিন আন্দোলন দিতে বাধ্য হবো।

এর আগে মঙ্গলবার (৩ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে এইচ. এম. জাকিরকে আহ্বায়ক এবং মো. সোহেল তালুকদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর