ঝিনাইদহে উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার ১০৭তম প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদের খতিব মো. সাইদুর রহমান।
বিজ্ঞাপন
ঈদের জামাতে শরীক হন কমপক্ষে ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে বিশ্রংঙ্খলা এড়াতে ছিলো পুলিশের কড়া নজরদারি।
উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, জেলা জামায়াতের আমীর আলী আযম মোহাম্মদ আবু বক্কর সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
দেশ ও জাতির শান্তি কামনা করে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিনিধি/ এজে