সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে কটেজ থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১০:২৪ এএম

শেয়ার করুন:

কক্সবাজারে কটেজ থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘লাইট হাউস রিসোর্ট’ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল আলিম নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিসোর্টের ২০৬ নম্বর কক্ষে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, একটি কটেজ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


নিহত যুবককে বিকেলে অপহরণ করা হয়েছিল বলে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পরে তাদের কাছে ফোন করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কটেজের ম্যানেজার ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কাউকে চিহ্নিত করা যায়নি।

পুলিশের তদন্ত চলছে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর