দীর্ঘ আড়াই বছর পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো বান্দরবানের রুমা ও থানচি উপজেলার অনুমোদিত পর্যটন স্পটগুলো। পাহাড়ে সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে ২০২২ সালের অক্টোবর থেকে এসব এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার (৫ জুন) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়, জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ৩ জুনের বৈঠক এবং বান্দরবান সেনানিবাসের ৬৯ ব্রিগেডের ৫ জুনের চিঠির আলোকে রুমা ও থানচির নির্ধারিত এলাকায় শর্তসাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞাপন
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, থানচি উপজেলা থেকে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতুঙ্গী পর্যন্ত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। রুমা উপজেলায় অনুমোদিত এলাকা হলো মুনলাই পাড়া ও বগালেক পর্যন্ত।
তবে এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে তিনটি শর্ত মানতে হবে—
- রুমা ও থানচি উপজেলার অনুমোদিত স্থান ব্যতীত অন্য কোথাও ভ্রমণ করা যাবে না।
- শুধুমাত্র জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুরিস্ট গাইডের মাধ্যমে ভ্রমণ করতে হবে।
- সংশ্লিষ্ট চেকপোস্ট বা পর্যটক তথ্য সেবা কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য প্রদান বাধ্যতামূলক।

বিজ্ঞাপন
২০২২ সালে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ নামের একটি সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে রোয়াংছড়ি ও আলীকদমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা ও থানচিতে তা বহাল ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সীমিত পরিসরে রুমা ও থানচিতে ভ্রমণের অনুমতি দেওয়া হলো।
প্রতিনিধি/একেবি

