সীমান্তে বিজিবি তীক্ষ্ণ নজরদারি বজায় রাখছে। সীমান্তে বিজিবি কখনো পিঠ দেখায়নি, দেখাবেও না। এছাড়া সীমান্ত দিয়ে পুশইন ও কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বিজিবি-১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। রাজশাহী বিজিবি সেক্টরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, সীমান্তে সবধরণের পাচার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি সহ স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করা হচ্ছে। রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশইন হয়নি জানিয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পুশইনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে বিজিবি বিএসএফের সাথে পতাকা বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উৎসবমুখর পরিবেশে জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে, এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধানসহ দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সদা সচেষ্ট ও সতর্ক রয়েছে।
তিনি বলেন, বিজিবি সীমান্তে তীক্ষ্ণ নজরদারি বজায় রেখেছে। যথাযথ প্রক্রিয়া ছাড়া আমরা পুশইন করতে দেব না। বিজিবি একটি পেশাদার বাহিনী, যার ২৩০ বছরের ইতিহাস রয়েছে। সীমান্তে সুরক্ষা প্রদান করেই আসছে বিজিবি। সীমান্ত রক্ষা কীভাবে করতে হয়, বিজিবি তা জানে। সীমান্তে বিজিবি কখনো পিঠ দেখায়নি, দেখাবেও না। বিজিবির দেশপ্রেম রয়েছে এবং দেশপ্রেমিক জনগণ বিজিবির পাশে রয়েছে। দেশের সম্মান বজায় রেখে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।
প্রতিনিধি/একেবি

