সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে গরুর হাটে র‍্যাবের টহল ও জাল টাকা রোধ অভিযান

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে গরুর হাটে র‍্যাবের টহল ও জাল টাকা রোধ অভিযান

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালী জেলার বিভিন্ন গরুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সাধারণ ক্রেতা ও গরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকার বিস্তার রোধে চলমান রয়েছে র‍্যাবের বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম।

র‍্যাব-১১, সিপিসি-৩-এর (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বিভিন্ন অপরাধ চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই হাটের প্রবেশপথ, লেনদেনের স্থান ও আশপাশের এলাকায় র‍্যাব সদস্যরা সাদা পোশাক ও ইউনিফর্মে নিয়মিত টহল দিচ্ছেন। অপরাধ দমনে প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, গরুর হাটে জাল টাকা শনাক্তে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে অত্যাধুনিক মেশিন ও প্রশিক্ষিত জনবল দিয়ে জাল নোট পরীক্ষা করা হচ্ছে। কেউ সন্দেহজনক নোট পেলে র‍্যাবকে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এ উদ্যোগে খুশি গরু ব্যবসায়ী ও ক্রেতারা।

একজন গরু ব্যবসায়ী বলেন, ‘র‍্যাবের টহল ও জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক। আগের মতো প্রতারণার ভয় নেই।’
একজন ক্রেতা বলেন, ‘গরু কিনতে এসে জাল টাকার ভয় সব সময় থাকত। এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি।’

র‍্যাব জানিয়েছে, ঈদ শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর