সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সেতু ধসে পড়ে, সড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সেতু ধসে পড়ে, সড়কে যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি সেতু ধসে পড়ায় আখাউড়া–কসবা সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

গতকাল বুধবার (৪ জুন) দিবাগত রাতে কাকিনা খালের ওপর নির্মিত সেতুটির মাঝখানের অংশ ধসে পড়ে। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।


বিজ্ঞাপন


আখাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সূত্রে জানা গেছে, কাকিনা খালের ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার। রাতের কোনো এক সময় একটি ভারী যানবাহন সেতুটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে মাঝখানের অংশটি দেবে যায়। এতে সেতুর দুই পাশের রেলিংও ক্ষতিগ্রস্ত হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন জানান, সেতু ধসের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে নতুন একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জনস্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আপাতত বিকল্প হিসেবে গোয়াল-গাঙ্গাইল গ্রামের সড়ক এবং ধরখার সড়ক ব্যবহার করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর