সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: ঢাকা মেইল

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ জুন) শ্রীপুর ও টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারে এসব দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবীবুর রহমান বলেন, ‘দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’

এদিকে, শ্রীপুরে পৃথক আরেকটি দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতের নাম আসাদুজ্জামান রাজিব (৪০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা ও পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি বহুজাতিক কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজিব মোটরসাইকেলে করে রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আদিব ডাইং কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পিকআপ ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর