প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীসহ আশেপাশের মানুষজন ফিরছেন বাড়িতে। সে কারণে আজ ভোর থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফেরি বা লঞ্চে পার হতে পারছেন এই দুই ঘাট দিয়ে যাত্রী, যানবাহন। পাটুরিয়া-আরিচা নৌপথ পার হয়ে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষ যাতায়াত করেন।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিআিইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিআিইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ঈদে যানবাহন ও ঘরমুখো মানুষদের নিরাপদে নির্বিঘ্নে নৌপথ দিয়ে পারাপারের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

তিনি আরও বলেন, নৌবহরে পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহন ও যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। তবে পদ্মায় পানি বৃদ্ধির কারণে স্রোত বেড়েছে। সেই কারণে ফেরি পারাপার হতে কিছুটা সময় লাগছে।
প্রতিনিধি/এফএ

