ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে কয়েকগুন। ফলে মহাসড়কের যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের আশেরপুর বাইপাস পর্যন্ত ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন হয়েছে, থেমে থেমে চলছে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন গাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। ট্রাফিক পুলিশ বলছে, যানজট নিরসনে তারা কাজ করছে।

যানজটে দীর্ঘ সময় আটকে থাকা রংপুরগীম রংধনু এক্সপ্রেসের চালক হাসান আলী ঢাকা মেইল বলেন, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় যানজটের কবলে পড়েছি। মাঝে মধ্যে গাড়ি থেমে থেমে চলে। যানজটের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা নিরসলভাবে কাজ করছি।
বিজ্ঞাপন
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। টোল আদায়ে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল বুধবার। ফলে এদিন সন্ধ্যার পর থেকে গ্রামে ফিরতে শুরু করতে শুরু করেন ঢাকাবাসী। একসঙ্গে লাখো মানুষের যাত্রায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে।
ইএ

