সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান

ঈদুল আজহার লম্বা ছুটিকে ঘিরে পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বান্দরবান হবে দেশি পর্যটকদের অন্যতম গন্তব্য। তাই পর্যটক বরণে প্রস্তুত পুরো বান্দরবান। 

bandor_2


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ জুন) পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। 

bandor_6

বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম হলো বান্দরবান। আঁকাবাঁকা পথ, উঁচুনীচু সবুজ পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা আর জলপ্রপাতের অপরূপ মিলনস্থল এই জেলা প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের জন্য যেন এক স্বর্গরাজ্য। পাহাড় কন্যা খ্যাত এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যা প্রতিনিয়ত পর্যটকদের মুগ্ধ করে।

bandor_3


বিজ্ঞাপন


আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে বান্দরবানে পর্যটকদের ব্যাপক ভিড় হবে বলে আশা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। বিশেষ করে বর্ষার শুরুতে সবুজে মোড়ানো পাহাড় আর মেঘের মিতালী দেখতে অনেকেই ছুটে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

bandor_4

বান্দরবান হোটেল-মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং হোটেল আরণ্যর মালিক মো. জসিম উদ্দিন ঢাকা মেইলকে  জানান, এখনো আশানুরূপ সাড়া পাওয়া না গেলেও শেষের দিকে পর্যটক বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান। পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য বান্দরবানে বেড়িয়ে আসার আহ্বান জানান।

bandor_1

হলিডে ইনন ও ইকোসেন্স রিসোর্টের মালিক জাকির হোসেন বলেন, বর্ষার শুরুতে পাহাড় আর মেঘের অপূর্ব দৃশ্য দেখতে অনেক পর্যটক আসবেন বলে আশা করছি। ইতোমধ্যে আমার দুটি রিসোর্টেই ৯-১০ জুন পর্যন্ত শতভাগ বুকিং হয়ে গেছে।

bandor_8

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. ইসমাইল হোসেন সুমন জানান, “ঈদুল আজহার ১০ দিনের সরকারি ছুটিকে ঘিরে আমাদের হোটেলের প্রায় ৮০ শতাংশ রুম ইতোমধ্যে বুকিং হয়ে গেছে।” তিনি আরও বলেন, পর্যটকদের আগ্রহ এবার আগাম দেখা যাচ্ছে।

bandor_5

এদিকে বান্দরবান ট্যুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার (এসপি)  হাসান ইকবাল চৌধুরি ঢাকা মেইলকে  জানান, জানা গেছে ইতোমধ্যে জেলার প্রায় ৯০ শতাংশ হোটেল-মোটেল ও রিসোর্ট বুকিং হয়ে গেছে। টানা ঈদের ছুটিতে দেবতাখুম, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ও চিম্বুকসহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দুই শিফটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে। তিনি পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর