সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীনগরে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত আবুল কাশেম (৫৮) জেলার নবীনগর উপজেলার লাপাং এলাকার হজরত আলীর ছেলে, একই উপজেলার নারায়নপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া(১৯) ও নুরুল আলম (৫৫) ফেনী জেলার সদর উপজেলার দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে। 

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার ভোরে নবীনগর-কম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি পাকা রাস্তার উপর চট্টগ্রাম হতে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশার যাত্রী মারা যায়।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর