সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচা গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচা গ্রেফতার

জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি এলাকায় দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মাসুক আলীকে(৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) বিকেলে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এর আগে, নিহত সামিমা সুলতানা শারমিনের স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলীসহ আরও তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবীরের নেতৃত্বে এসআই আব্দুস শহীদ, এএসআই হামিদসহ পুলিশের একটি দল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এলাকাবাসীর সহযোগিতায় মাসুক আলীকে গ্রেপ্তার করে। তিনি সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমার হত্যার প্রধান আসামি।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো শারমিন ও মাছুমা নিজ ধানক্ষেতে কাজ করতে গেলে, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম কোনো কথা না বলেই পেছন থেকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ সময় তাদের মা হাজেরা বেগম মেয়েদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে হাজেরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বিজ্ঞাপন


কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শারমিনের স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর