সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চকরিয়ায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ কারিগর গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

চকরিয়ায় অস্ত্রের কারখানায় অভিযান, অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ জুন) রাতে ভেওলা মানিকচর ইউনিয়নের ছৈইন্ন্যারমার ঘোনা এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে একটি অস্ত্রের অংশবিশেষ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় এক কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

thumbnail_1000176510


বিজ্ঞাপন


অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল আলম (৬০)। তিনি ওই ইউনিয়নের ভ্যৈারমার ঘোনার একটিক্কাপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩

বুধবার (৪ জুন) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

thumbnail_1000176511


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ছৈইন্ন্যারমার ঘোনার একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় নুরুলকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সেখান থেকে অস্ত্রের অংশবিশেষ, কাঠের বাঁটসহ বডি, ব্যারেল, রাইফেলের গুলির খোসা, শটগানের কার্তুজ, কার্তুজের খোসা, ফায়ারিং পিন, অস্ত্র তৈরির যন্ত্রপাতিসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

thumbnail_1000176513

ওসি শফিকুল জানান, কারখানায় লোহার পাত কেটে ও অন্যান্য সরঞ্জাম দিয়ে দেশীয় অস্ত্র তৈরি করা হতো। এ ঘটনায় এক কারিগরকে আটক করা হয়েছে। কারখানার সঙ্গে আর কারা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর