সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় আ.লীগের মিছিলের পর আটক ১৩

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

খুলনায় আ.লীগের মিছিলের পর আটক ১৩

খুলনায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের পর দলটির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৪ জুন) দুপুরে নগরীর নিজখামার এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান রয়টার্সকে জানান, ‘নিষিদ্ধভাবে মিছিল করার সময় খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। এ সময় ১৩ জনকে আটক করা হয়।’

আটকদের মধ্যে একজন দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে পা ভেঙে ফেলেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। বাকিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

পুলিশ বলছে, আটককৃতদের মধ্যে কেউ দলের শীর্ষস্থানীয় নেতা নন। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর