সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কালিয়াকৈরে চলন্ত মিনি ট্রাকে আগুন, উত্তরের পথে তীব্র যানজট

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত মিনি ট্রাকে আগুন, সড়কে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (৪ জুন) বিকেলে আগুন লাগার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে ফেরার পথে ট্রাকটি বেশ কিছু যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে।

এই সময় হঠাৎ ট্রাকের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায় এবং তা ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তবে ট্রাকের যাত্রীরা, চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান বলেন, ‘ধারণা করা হচ্ছে, যানজটের সময় মিনি ট্রাকটি যে স্থানে দাঁড়িয়েছিল, তার নিচে গ্যাসের লিকেজ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ট্রাকে আগুন লাগার কারণে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর