সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে এগ্রিভোলটাইক প্রযুক্তি সম্প্রসারণের দাবিতে বরিশালে মানববন্ধন

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

Human chain

দেশব্যাপী এগ্রিভোলটাইক সিস্টেম বা ‘বিজলি কৃষি’ সম্পর্কে সাধারণ মানুষসহ কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এই প্রযুক্তির সম্প্রসারণে সরকারের সক্রিয় ভূমিকা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বুধবার (৪ জুন) দুপুরে প্রান্তজন ট্রাস্ট, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ পতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডাব্লিউজিইডি) এ কর্মসূচি করে।


বিজ্ঞাপন


thumbnail_6

এ সময় দেশের চাষের জমির ওপর সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে ফসল ও জ্বালানি একই সঙ্গে কম খরচে উৎপাদনের এ পদ্ধতিকে দ্রুত সম্প্রসারণের দাবি জানান বক্তারা।

এছাড়াও এ বিষয়ে বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলকভাবে মডেল প্রকল্প বাস্তবায়ন ও কৃষক ও স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের দাবি জানান তারা।

thumbnail_7


বিজ্ঞাপন


এ সময় বক্তৃতা দেন, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা ও পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভংকর চক্রবর্তী।

আরও পড়ুন

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নওগাঁয় সচেতনতামূলক সেমিনার

বক্তারা বলেন, বাংলাদেশের মতো জনবহুল ও কৃষিনির্ভর দেশে জমির পরিমাণ সীমিত। অপরদিকে, নবায়নযোগ্য জ্বালানির চাহিদাও দ্রুত বাড়ছে। এগ্রিভোলটাইক একটি নতুন ও টেকসই কৃষি-বিদ্যুৎ সমন্বিত প্রযুক্তি। যা একই জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজের সুযোগ সৃষ্টি করে। এতে কৃষকের জমির অপচয় না ঘটিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সম্ভব হয়। বর্তমান জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং কৃষিজমির সুরক্ষার প্রেক্ষাপটে এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি কার্যকর সমাধান। দেশব্যাপী প্রচারণা কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলো জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সরকারের কাছে এই প্রযুক্তির বিস্তারে নীতিগত সহায়তার আহ্বান জানান বক্তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর