বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা মাদারীপুর পৌরসভায়

জেলা প্রতিনিধি, মাদারীপুর 
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা মাদারীপুর পৌরসভায়

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ছে মাদারীপুর পৌরসভার অধিকাংশ এলাকা। মাত্র এক ঘণ্টার বৃষ্টির পানি নামতে সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা, ফলে চরম দুর্ভোগে পড়ছে পৌরবাসী। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার পুরান বাজার, যাত্রারমাঠ, হামিদ আকন্দ সড়ক, ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক ও শহীদ বাচ্চু সড়কসহ অধিকাংশ এলাকায় একটু বৃষ্টিতেই পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে পানি দীর্ঘ সময় আটকে থাকে, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে।


বিজ্ঞাপন


স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ প্রতি বছর কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন খাতে শত কোটি টাকার রাজস্ব আদায় করলেও ড্রেন পরিষ্কারের উদ্যোগ চোখে পড়ে না। অপরিকল্পিতভাবে জলাশয় ভরাট ও বহুতল ভবন নির্মাণের কারণেও পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

যাত্রারমাঠ এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘বৃষ্টি হলেই গৃহবন্দি হয়ে পড়ি। এক ঘণ্টা বৃষ্টির পানি দুই দিনেও সরে না। ভোগান্তি যেন আমাদের নিয়তি।’
কালীবাড়ি এলাকার স্বপন মাহমুদ জানান, ‘বাইরে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। বছরের পর বছর এ অবস্থা চললেও স্থায়ী কোনো সমাধান নেই।’

এদিকে, জলাবদ্ধতার কারণে বাসা-বাড়ির ফ্ল্যাট ভাড়া না যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন বাড়িওয়ালারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মালিক জানান, ‘মাসের পর মাস ফ্ল্যাট খালি পড়ে থাকে। পৌরসভার উদ্যোগের অভাবেই এই পরিস্থিতি।’

এ বিষয়ে পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম বলেন, ‘লাবদ্ধতার অন্যতম কারণ হলো খাল দখল ও জলাশয় ভরাট করে ভবন নির্মাণ। পৌরসভা খাল খনন, ড্রেন পরিষ্কার ও দখলমুক্তকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’


বিজ্ঞাপন


Madaripur-2

প্রায় দুই লাখ মানুষের বসবাস মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায়। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি ১৯৯১ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। কিন্তু অব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার অভাবে জলাবদ্ধতা এখন সবচেয়ে বড় দুর্ভোগে পরিণত হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর