মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

গরু কিনে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলে ও ভাগ্নের!

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

গরু কিনে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলে ও ভাগ্নের!

মাদারীপুরের টেকেরহাটে গরু কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিবচরের বাবা-ছেলেসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্র উল্টে ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে মাদারীপুরের শিবচরের বাবা-ছেলে ও ভাগ্নেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ার চর গ্রামের ইব্রাহিম সরদার (৬৫), তার ছেলে মনির সরদার (৩৬) ও ইব্রাহিম সরদারের ভাগ্নে মাদবরের চর খাড়াকান্দি এলাকার তারা মিয়া শেখসহ (৪২) ৭ জন একটি মাহিন্দ্র (থ্রি-হুইলার) গাড়িতে করে টেকেরহাট যাচ্ছিলেন গরু কিনতে। এরা বিভিন্ন স্থান থেকে ছোট-বড় গরু কিনে স্থানীয় হাটে বিক্রি করেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস ভাঙ্গা উপজেলার চুমুরদী বাবলাতলা এলাকায় আসলে টেকেরহাটগামী মাহিন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্র গাড়িতে থাকা বাবা-ছেলে ও ভাগ্নেসহ চার যাত্রী নিহত হন ও ৩জন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

1000119189

সরেজমিনে নিহত মনির সরদারের বাড়িতে গিয়ে দেখা গেছে, একইসাথে বাবা-ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। খবর পেয়ে এলাকাবাসীও ভিড় করেছেন বাড়িতে। চলছে কান্নার রোল। একইসাথে মর্মান্তিক এই দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।


বিজ্ঞাপন


ফয়েজ চৌধুরী নামে এক স্থানীয় বলেন, মনির আমার ছোটবেলার বন্ধু। ওরা বিভিন্ন স্থানের হাট থেকে ছোট গরু কিনে শিবচরের হাটে বিক্রি করে। বুধবার সকালে শিবচর থেকে মনির ও বাবা ইব্রাহিম এবং মনিরের ফুপাতো ভাই তারা মিয়া শেখ গরু কিনতে টেকেরহাটের উদ্দেশে রওনা দেয়। যাওয়ার পথে বাসের চাপায় ওরা তিনজনই ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন

নড়াইলে পুকুরে ডুবে দুই চাচাতো ভাই নিহত

তিনি আরও বলেন, মনিরের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ছেলে দুটো ছোট। ওরা এতিম হয়ে গেল।

প্রতিবেশী একাধিক ব্যক্তি বলেন, সকাল বেলা ওদের সাথে দেখা। ওরা গরু কিনতে টেকেরহাট যাচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কতগুলো পরিবারের স্বপ্নকে মুহূর্তেই নিঃশেষ করে দিল। দু’দিন পরেই ঈদ। পরিবারটি ঈদের আনন্দের প্রস্তুতির জায়গায় এখন বিষাদের ছায়া!'

জানতে চাইলে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে একই পরিবারের এই তিনজনসহ ৫ জনের মৃত্যু হয়। বিষয়টি দুঃখজনক।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর