মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শরীয়তপুরে যুবদল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে যুবদল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারীর বাড়ির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩ জুন) রাত ১১টা ৪৯ মিনিটে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এই বিস্ফোরণ ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা রুহুল আমিনের বাড়ির ফটকে দুটি ককটেল নিক্ষেপ করে। পরপর দুটি বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র পাঁচ সেকেন্ডের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং সঙ্গে সঙ্গে পুরো এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

রুহুল আমিন বেপারী বলেন, ‘রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের চিহ্ন। আমার স্ত্রী ও তিন কন্যাসহ আমরা সবাই আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করেছে। আমি ওই কমিটির পক্ষে ছিলাম। ধারণা করছি, বিরোধী পক্ষ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, এর আগের দিন শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত পাঁচজন আহত হন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর