সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ২৩

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

Police

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এপিসি কার ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।


বিজ্ঞাপন


thumbnail_Screenshot_20250603_123911_Editor_Lite

পুলিশ কর্মকর্তা জানান, শ্রীপুরের নয়নপুরে শ্রমিক আন্দোলনে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুরের অভিযোগে মামলা হবে।

আরও পড়ুন

সেনাবাহিনীর অভিযানে ভিজিএফের ২২ বস্তা লুট হওয়া চাল উদ্ধার, যুবকের জেল

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকিদেরও থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন শিল্প পুলিশ। শিল্প পুলিশের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৭টার কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই  মো. জাকির হোসেন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যুর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। ভাঙচুর করা হয় পুলিশের এপিসি গাড়ি। পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সাথে সংঘর্ষে পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন।

thumbnail_Screenshot_20250603_123921_Editor_Lite

আন্দোলনরত শ্রমিকরা দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন জাকির। কিন্তু ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তিনি অভিমানে আত্মহত্যা করেছেন। লাফিয়ে পড়ার পর তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত নয়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর