তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ‘ধানের শীষ জিয়াউর রহমানের কাছে নিরাপদ ছিল বলেই মওলানা ভাসানী তা তাঁর হাতে হস্তান্তর করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘এই মহান মানুষের প্রতিষ্ঠিত দল বিএনপি আজ গণমানুষের দল। এ দলে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের কোনো জায়গা হতে পারে না।’
বিজ্ঞাপন
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক শহীদ রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১২টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এবি এম ওবায়দুল ইসলাম।
মিম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. কাজী মনিরুজ্জামান মনির।
তিনি বলেন, ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। এখানে মোরেলগঞ্জ-শরণখোলায় নতুন করে এরশাদ শিকদারের আবির্ভাব ঘটেছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ সন্ত্রাসীর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা মো. মনিরুল হক ফরাজী, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ এবং মো. গিয়াস উদ্দিন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান পলাশ, ছাত্রদল নেতা মো. আবু সালেহ ও মেহেদী হাসান সজল।
দোয়া ও আলোচনা সভা শেষে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিনিধি/একেবি

