নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে মানিকগঞ্জ উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, ফলে অন্তত ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
রোববার (১ জুন) দিবাগত গভীর রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর রেলক্রসিং এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা নড়াইল গ্রিড থেকে মানিকগঞ্জ উপকেন্দ্রে সংযুক্ত ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড লাইনের ওই অংশ থেকে কৌশলে একটি অংশ কেটে নিয়ে যায়। এর ফলে মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন জনজীবনে চরম দুর্ভোগ দেখা দেয়। ঘটনার পরপরই যশোর পল্লী বিদ্যুৎ সমিতি: ২-এর লক্ষিপাশা জোনাল অফিসের কর্মকর্তারা বিষয়টি নজরে নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেরামত কাজ এবং বিকল্প সংযোগ চালুর লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
লোহাগড়া উপজেলার পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোহাম্মদ নাসের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এতে বহু গ্রাহক দুর্ভোগে পড়েছেন। আমরা বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে কাজ করছি। আশা করছি যে সন্ধ্যার মধ্যেই স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে।
এ চুরির বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।
প্রতিনিধি/ এমইউ

