মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় অভিযানে মাদক, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ১১:০১ এএম

শেয়ার করুন:

বগুড়ায় অভিযানে মাদক, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

বগুড়ায় রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাত ২টা থেকে সোমবার  সকাল ৭টা পর্যন্ত শহরের রেলওয়ে কলোনীতে এই অভিযান চালানো হয়।

1000031771


বিজ্ঞাপন


অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র তাজা গুলিসহ জনকে আটক করা হয়েছে৷

1000031775

আটক ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের সেউজগাড়ী রেলওয়ে কলোন এলাকার গহুরের ছেলে মিঠুন, একই এলাকার মৃত আপুয়ার ছেলে শান্ত, মঙ্গলের মেয়ে রাজকুমারী কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তা পাড়ায় এলাকার মঙ্গলের ছেলে সুজন।

আরও পড়ুন

বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার, মাদক কারবারি গ্রেফতার

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

1000031786

জানা গেছে, সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফের পরিচালনায় অভিযানে একটি তাজা গুলি, প্রায় হাজার বোতল বাংলা চোলাই মদ, কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়৷

1000031783

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া জানান, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর