সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

Trawler sinking

সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। আজ রোববার ভোরে সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৭০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, ৭ হাজার ২০০ পিস প্রসাধনী ক্রিম এবং ১৮০ কেজি জিরা। এসব পণ্যের মোট মূল্য ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


বিজ্ঞাপন


অভিযানে অংশ নেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি বলেন, ‘সদর দফতরের নির্দেশনায় ঈদকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

প্রতিনিধি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর