সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতের পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৩১মে) সকালে তাদের লাশ পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় নবজাতক হত্যার দায়ে মা-মেয়ে গ্রেফতার

নিহতরা হলেন - গোকর্ণ ইউনিয়নের মধ্য পাড়ার মিনার আলীর কন্যা মারিয়া (১১) ও তানিয়া (৮)। কিছু দিন হলো মিনার আলী প্রবাসী হয়েছেন। তার চার সন্তানের মধ্যে ওরা দু’জন বড়।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে তারা দু’বোন খেলাধুলা করতে থাকে। পরে বিকেল চারটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুজি করে শনিবার সকালে তাদের লাশ পাওয়া যায়।

আরও পড়ুন: মহেশপুরে পুকুরে নেমে দুই বোনের মৃত্যু


বিজ্ঞাপন


নিহতের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার সকালে তাদের মরদেহ পাই আমরা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে, তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে শোনামাত্রই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর