সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কয়রায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১২:০১ এএম

শেয়ার করুন:

দাঁড়িয়ে থাকা রোড রোলারে মোটরসাইকেলের ধাক্কা যুবক নিহত

খুলনার কয়রা উপজেলার উলা গ্রামের মো. সাহেব আলী গাজী (৪০) নামের এক ব্যক্তিকে খুন করেছে তার আপন বড় ভাই মো. শহিদুল গাজী। তারা উলা গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।

শুক্রবার (৩০ মে) দুপুর আড়াইটায় নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শহিদুলকে আটক করে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম তার স্ত্রীকে মারপিট করে দড়ি দিয়ে আড়ার সাথে টাঙিয়ে দিয়েছিলেন। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী বাড়ি থেকে সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে বাঁচাতে যায়। তখন শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে বারি মারলে সাহেব আলী মাটিতে পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শহিদুল বটি দিয়ে তার আপন ছোট ভাই সাহেব আলীকে জবাই করে।

এ সময় শহিদুলের বউ চিৎকার করতে-করতে দৌড় দেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন জড় হলে শহিদুল বিল পাড়ি দিয়ে বারোপোতা গ্রামের মিস্ত্রি বাড়িতে গিয়ে মহিলাদের শাবলের মাধ্যমে ভয় দেখিয়ে জোরপূর্বক সন্তোষ মিস্ত্রির ঘরে ওঠে। তখন স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপস্থিত হয়ে তাকে আটক করে।

কয়রা থানার ওসি জিএমএম ইমদাদুল হক বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর