স্বপ্ন ছিল দেশ ও মানুষের সেবা করার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন ঠাকুরগাঁওয়ের ১৯ জন তরুণ-তরুণী। তাদের পুলিশের চাকরিতে নেই কোনো ঘুষ, নেই কোনো তদবির। এ পেশাগত যাত্রায় আছে শুধুই মেধা, পরিশ্রম আর অদম্য মানসিকতা।
মাত্র ১২০ টাকার সরকারি আবেদন ফি দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন তারা। এমন নিখুঁত স্বচ্ছতায় নিয়োগ প্রক্রিয়া দেখে বিস্মিত অনেকেই — যেখানে শুধু যোগ্যতাই ছিল একমাত্র মানদণ্ড।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ঘোষণা করা হয় ‘পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৫’-এর চূড়ান্ত ফলাফল। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম নিজেই ফল ঘোষণা করেন।
ঘোষণার মুহূর্তে আবেগ ছুঁয়ে যায় সবকিছুতে। কেউ হাসলেন, কেউ চোখ মুছলেন আনন্দে—কারও বাবা-মা জড়িয়ে ধরলেন সন্তানকে, কাঁদলেন বিশ্বাস করতে না পেরে। একজন অভিভাবকের কণ্ঠে যেন সারাংশ ফুটে উঠল—“ভাবতেই পারিনি ঘুষ ছাড়া এমন স্বচ্ছভাবে সরকারি চাকরি পাওয়া সম্ভব!”
শারীরিক পরীক্ষার কঠিন ধাপ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় নিজ যোগ্যতায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন এ ১৯ জন।
এ সময় নবনিযুক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন,“যোগ্যরা যেন যোগ্যতার ভিত্তিতেই চাকরি পায়—এটাই ছিল আমাদের অঙ্গীকার।”
এই নিঃস্বার্থ অঙ্গীকারের বাস্তবায়ন প্রমাণ করল যে সিস্টেম বদলানো সম্ভব —শুধু প্রয়োজন সৎ উদ্যোগ ও মানবিক নেতৃত্ব।
প্রতিনিধি/ এমইউ

