জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সে দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না।’। দেশটি (ভারত) যদি সম্পর্ক ভালো করতে চায় তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে লালমনিরহাট সফরে এসে দুপুরে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সারজিস আলম বলেন, ‘এই বাংলাদেশ শুধু ভারত নয় পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না। প্রয়োজনে আরও জীবন দিব, রক্ত দিব কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। নিজের দেশ নিজের মা ফলে দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে।’
তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে ভারত তাদের এজেন্টদের ও সাধারণ নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা তাদের একটা ষড়যন্ত্র। শুধু বিজিবি না আপনারা সবাই সীমান্তের একেকজন সীমান্তরক্ষী। যুব সমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো আপস নয় সর্বদা লড়াই চলবে।’
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশের টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে খুনি হাসিনার পরিবার ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লাখ লাখ কোটি টাকা পার্সেন্টেটিস নিয়েছে। এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ ও দেশের বাইরে থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। টাকা চুরি না করলে তারা আজ কীভাবে দেশের বাইরে আলিশান জীবন-যাপন করছে।’
সফরের সময় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ও সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
আজ দিনব্যাপী জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে এনসিপি নেতৃবৃন্দের।
প্রতিনিধি/ এজে

