সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে ২ দশক পর জামায়াতের কর্মী সম্মেলন

জেলা প্রতিনিধি,  কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

 কিশোরগঞ্জে ২ দশক পর জামায়াতের কর্মী সম্মেলন

দীর্ঘ দুই দশক পর কিশোরগঞ্জে বড় পরিসরে রাজনৈতিক মাঠের দৃশ্যপট বদলাতে যাচ্ছে। আগামী ৩১ মে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামি কিশোরগঞ্জ জেলা শাখা।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘২০ বছর পর কিশোরগঞ্জে খোলা মাঠে কর্মী সম্মেলন হতে যাচ্ছে। আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সর্বস্তরে প্রস্তুতি গ্রহণ করেছি। লক্ষাধিক কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন বলে আমাদের প্রত্যাশা।’

তিনি জানান, সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য গঠন করা হয়েছে একাধিক উপ-কমিটি। চলছে লিফলেট বিতরণ, প্রচারণামূলক মাইকিং, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভা পর্যায়ে প্রস্তুতি সভা। সম্মেলনকে ঘিরে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি জানান, ‘আগামীর বাংলাদেশ হবে শান্তিময় ও সন্ত্রাসমুক্ত — এ বার্তা পৌঁছে দিতেই এ কর্মী সম্মেলনের আয়োজন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. কর্নেল (অব.) জেহাদ খান, সাবেক জেলা নায়েবে আমির মোসাদ্দেক আলী ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, জেলা প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলার আমির কারী নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন প্রমুখ।


বিজ্ঞাপন


উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে দুপুর পর্যন্ত। জেলা রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনদের মতে, জামায়াতে ইসলামির দীর্ঘ সময় পর এমন জনসমাবেশ দলটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর