ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখে এসেছে। এই চ্যালেঞ্জের কোনো শেষ নেই। ভারত শকুনচক্ষুতে প্রতিটি মুহূর্ত বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কখন ছোবল মারা যাবে সেই সুযোগের অপেক্ষায়। এর সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তাদের দালালরাও ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলে তারা ছোবল দেবে।’
বুধবার (২৮ মে) বিকালে দিনাজপুরের ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
চরমোনাইয়ের পীর আরও বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নেই। এমন পরিস্থিতিতেও একদল তড়িৎ নির্বাচনের জন্য নেমেছে, কিন্তু সংস্কারের কোনো আলোচনা তাদের কথায় নেই। খুনি, গুমকারী ও টাকা পাচারকারীদের বিচারের বিষয়ে তারা তেমন গুরুত্ব দেয় না। শুধু ‘নির্বাচন, নির্বাচন’ বলেই থাকেন। বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণের সভাপতি নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং দিনাজপুর উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সহসভাপতি মুনতাছির আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

