সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত দুই শিশুর নাম জুনায়েদ (৬) ও হাবিবুর রহমান (৮)। তারা দু’জনই কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। 
জুনায়েদ প্লে ও হাবিবুর প্রথম শ্রেণিতে পড়ে। নিহত জুনায়েদ কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর একই গ্রামের মো. বাদশার ছেলে।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে পাশে মাঠে দুই শিশু জুনায়েদ ও হাবিবুর আরো কয়েকজনের সঙ্গে বুধবার দুপুরে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পুকুরের পানিতে নামে। এসময় দু’জনই পুকুরে পানিতে তলিয়ে যায়। প্রচুর পরিমাণ পানি খেয়ে পেট ফুলে গিয়ে দু’জনের লাশ পানিতে ভেসে উঠেছে।

এ ঘটনাটি পার্শ্ববর্তী এক মহিলা দেখতে পেয়ে তাদের দু’জনের বাড়িতে খবর দিলে পানি থেকে উদ্ধার করে দু’জনকে স্থানীয় মদনপুরের একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


বিজ্ঞাপন


নিহত হাবিবুরের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে একটি ফুটবল নিয়ে বাড়ির পাশেই আমার ছেলেসহ শিশুরা ফুটবল খেলছিল। দুপুর দেড়টার দিকে আমাদের বাড়ির পাশেই এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশে একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর