সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে ছাত্রদলের ১০ কমিটি 

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে ছাত্রদলের ১০ কমিটি 

লক্ষ্মীপুরে সম্মেলন ছাড়াই ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ছাত্রদলের কমিটিগুলো হল, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, জিল্লুর রহিম কলেজ, রায়পুর সরকারি কলেজ, রুস্তম আলী ডিগ্রি কলেজ ও হাজিরহাট সরকারি উপকূল কলেজ। 


বিজ্ঞাপন


এরমধ্যে রায়পুর সরকারি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। অন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

ছাত্রদল সূত্র জানায়, আলিয়া মাদরাসায় ওসমান গণি আফনানকে সভাপতি ও সিরাজ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, পলিটেকনিকে মো. শাহিনকে সভাপতি ও শাহ মোহাম্মদ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক, ভবানীগঞ্জ কলেজে সোহেল রানাকে সভাপতি ও শাকিব মাহমুদকে সাধারণ সম্পাদক, জনতা কলেজে কামরুল ইসলামকে সভাপতি ও প্রিন্স মাহমুদ ফাহাদকে সাধারণ সম্পাদক, পৌর আইডিয়ালে খলিলুর রহমান রাজুকে সভাপতি ও মামুন হোসেনকে সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন কলেজে মেহেরাব হোসেনকে আহ্বায়ক ও আজিম হোসেন হারুনকে সদস্যসচিব, জিল্লুর রহিম কলেজে ওমর ফারুক হৃদয়কে সভাপতি ও শাওন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, রায়পুর কলেজে মনজুর হোসেনকে আহ্বায়ক ও জোবায়েরুর ইসলামকে সদস্যসচিব, রুস্তম আলী কলেজের শাহ ইসলাম শিহাবকে সভাপতি ও মো. সায়েমকে সাধারণ সম্পাদক এবং হাজিরহাট কলেজে হাসনাত জামান তামিমকে সভাপতি ও দিদার হোসেন শিপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি মাদরাসা ও ৯টি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির জন্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে যাচাই বাছাই শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এর ভিত্তিতে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। আগামীতে প্রত্যেকটি ইউনিটে সম্মেলনের আয়োজন করা হবে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর