সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাবিতে হামলা: তদন্ত ছাড়াই দোষ চাপানোর ‘স্ক্রিপটেড’ অভিযোগ ছাত্রশিবিরের

জেলা প্রতিনিধি, রাবি
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

রাবিতে হামলা: তদন্ত ছাড়াই দোষ চাপানোর ‘স্ক্রিপটেড’ অভিযোগ ছাত্রশিবিরের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ‘শাহবাগ বিরোধী ছাত্র-ঐক্য’ মিছিলে হামলার ঘটনায় তদন্ত ছাড়াই দোষ চাপানোর অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা। তারা এই অভিযোগকে পূর্বপরিকল্পিত ও ‘স্ক্রিপটেড’ বলে দাবি করেছে।

বুধবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ‘শাহবাগ বিরোধী ছাত্র-ঐক্য’ আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের পর পরিবহন মার্কেটে সমাবেশ চলাকালে বামপন্থী সংগঠন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা হঠাৎ হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’


বিজ্ঞাপন


তারা অভিযোগ করেন, ‘বাম সংগঠনগুলো নিজেদের কর্মসূচি সাড়ে ৭টায় ঘোষণা করলেও ইচ্ছাকৃতভাবে ৮টা ৪০ মিনিটে মাঠে এসে হামলা চালায় এবং পরে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। অপরদিকে, ছাত্রদল তদন্ত ছাড়াই আমাদের দোষী সাব্যস্ত করার দ্রুত বিবৃতি প্রকাশ করেছে, যা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।’

ছাত্রশিবির নেতারা আরও বলেন, ‘ছাত্রলীগের ভ্যানগার্ড ভূমিকার আদলে আজকের দিনে বাম সংগঠনগুলোর সহিংস রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সবাইকে আহ্বান জানাই—দায় চাপানোর পুরনো রাজনীতি বন্ধ করে শান্তিপূর্ণ ও সুস্থ ধারার রাজনীতির পথে ফিরে আসুন। ফ্যাসিবাদের দোসর বাম সংগঠনগুলোকেও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব রাজনীতির পথ গ্রহণের জন্য বলছি।’

অন্যদিকে, গত মঙ্গলবার (২৭ মে) রাতে গণতান্ত্রিক বাম জোটের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিবিরের হামলা ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি চালানোর একটি নতুন পরীক্ষা। আমি দেশের সকল দেশপ্রেমিক শিক্ষার্থীকে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাই।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর