সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মার্কা দেখে নয়, ভালো মানুষকে নেতা বানান: সারজিস

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

মার্কা দেখে নয়, ভালো মানুষকে নেতা বানান: সারজিস

মার্কা দেখে নয়, ভালো মানুষকে নেতা বানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


সারজিস আলম বলেন, “আগামী নির্বাচনে দল বা মার্কা দেখার দরকার নেই। যে ব্যক্তি ভালো, আপনাদের কথা শুনবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করবে—তাদেরই আগামী দিনে নেতা হিসেবে নির্বাচিত করুন।”

তিনি আরও বলেন, ‘আপনারা যদি দল বা মার্কা দেখে ভোট দিতে থাকেন—বাবা, চাচা, দাদার মতো—তাহলে ভালো লোকগুলো নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।’

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মাদক থেকে দূরে থাকতে হবে। ধূমপান কোনো স্মার্টনেস নয়। যে জানে সিগারেট খেলে সে অসুস্থ হবে, ক্যান্সারের ঝুঁকিতে পড়বে এবং অর্থের অপচয় হবে, তারপরও সে ধূমপান করে—সে সত্যিকার অর্থেই সবচেয়ে বড় মূর্খ।’

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর