বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে গাঁজাসহ ২ ব্যক্তি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

নড়াইলে গাঁজাসহ ২ ব্যক্তি গ্রেফতার 

নড়াইলের নড়াগাতী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মেহেরপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে থানা এলাকার গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন - লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে মো. হাসিব শেখ (৩২) এবং মল্লিকপুর গ্রামের মৃত মোকসেদ মৃধার ছেলে ইকরাম মৃধা (৫০)। 

আরও পড়ুন: বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার, মাদক কারবারি গ্রেফতার


বিজ্ঞাপন


পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদ করিম সঙ্গীও ফোর্সসহ থানা এলাকার গৌরীপুর বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর