কক্সবাজার সমুদ্রসৈকতে তিন নারী পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আটকরা হলেন মো. আরফ (২০), মো. জনি মিয়া (১৭), আমির হামজা (১৮), মো. সাকিব (১৮), মো. ওয়ালিদ (২৫)।
এর আগে, ভোরে নারায়ণগঞ্জ থেকে আসা তিন নারী পর্যটক সমুদ্র সৈকতে ঘুরতে বের হন। এ সময় পাঁচ যুবক তাদেরকে অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করেন। এরপর তারা চিৎকার দিলে কয়েকজন এগিয়ে এসে টুরিস্ট পুলিশকে খবর দেন। পরে তাদের অভিযোগের ভিত্তিতে ওই পাঁচ যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন
তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

