সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা স্ত্রীসহ পুলিশি হেফাজতে

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

hira
পুলিশি হেফাজতে রেজাউল করিম হীরা। ছবি: ঢাকা মেইল

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীর ওপর হামলার আশঙ্কায় হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।


বিজ্ঞাপন


বিকেলে শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের ঘিরে ধরে ছাত্র-জনতা। এসময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা সাবেক মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মিছিল করেন এবং শাস্তির দাবি জানান। 

এরপর তাদের ওপর হামলার আশঙ্কায় পুলিশ হেফাজতে নিয়ে শেরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

AA


বিজ্ঞাপন


রেজাউল করিম হীরা জামালপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে  ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় ভূমিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন। এরপর থেকে রাজনীতিতে তিনি অনেকটা নিষ্ক্রিয়। 

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর