ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শহিদ জিয়ার ১৯ দফা কর্মসূচি এবং প্রাসঙ্গিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার শুরু হয়। সেমিনারটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও ইউট্যাব।
বিজ্ঞাপন
সেমিনারে ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গির আলম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এমতাজ হোসেন, আলোচনা হিসেবে ছিলেন প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন প্রফেসর ড. এ.কে.এম মতিনূর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড. আলীনুর রহমান, জিয়া পরিষদ ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. নজিবুল হক, ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও বক্তব্য রাখেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো আলাউদ্দীন, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আবদুল মুঈদ বাবুল, জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি আমিরুল ইসলাম, ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউট্যাবের যুগ্ম সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম। সেমিনারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আবদুল মালেক।
সেমিনারে বক্তারা বলেন, আপনারা একটা জিনিস দেখেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই রাজনীতির দল তৈরির পরে। একটি দলও কিন্তু বলেনি আমরা বাঙালি জাতীয়তাবাদের ধারক। সেটা স্বৈরাচারী এরশাদের কথা বলেন তার জাতীয় পার্টি বা অন্যান্য ছোট ছোট যে সমস্ত দল অথবা ইসলামি সংগঠনগুলো। সবাই বলেছে। তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। অতএব শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্থকতা হল এইখানে তিনি রাজনীতির যে মন্ত্র দিয়েছেন। একটি দেশের জাতীয়তা। সেই দেশের জাতিসত্তার ঐক্যের উপরে নির্ভর করে।
প্রতিনিধি/ এজে

