রাজশাহীতে আওয়ামী লীগের সাবেক এক এমপির মালিকানাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে নগরীর নিউ মার্কেটে থিম ওমর প্লাজায় এ ঘটনা ঘটে। এ সময় দু’জন আহত হন।
বিজ্ঞাপন
![]()
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা বিষয়টি নিশ্চিত করেছেন।
![]()
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা বলেন, দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে আমাদের সদস্যরা সেখানে যান। প্রথমে আমাদের তিনটি এবং পরে আরেকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ নিউ মার্কেট নগরীর গুরুত্বপূর্ণ ও অনেক ব্যস্ততম একটি এরিয়া। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, থিম ওমর প্লাজা নামে এ ভবন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। হাসিনার পতনের পর থেকে পলাতক রয়েছেন ওমর ফারুক চৌধুরী।
প্রতিনিধি/এসএস

