বরিশালে টিকটক করতে বাধা দেওয়ায় স্বামী সিরাজকে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্ত্রী মারিয়া আক্তারের বিরুদ্ধে।
রোববার (২৫ মে) দিবাগত গভীররাতে বরিশাল নগরীর কাউনিয়া পিছনের স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভুক্তভোগী সিরাজ ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার একটি ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সিরাজ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বকুল হাওলাদারের ছেলে ও পেশায় কসাই। মারিয়া আক্তার একই এলাকার রাসেল আকনের মেয়ে। এক বছর আগে তাদের বিয়ে হয়েছে।
স্থানীয়রা জানান, সিরাজ-মারিয়ার বাসা থেকে ডাকচিৎকারের শব্দ পেয়ে ঘরে যাই। সেখানে সিরাজের দুই পা ও দুই হাত পেছনে বাঁধা অবস্থায় দেখতে পাই। তখন ঘরে অবস্থান করা স্ত্রী মারিয়াকে জিজ্ঞাসা করা হয় যে, ‘কেন সিরাজকে বাঁধা হয়েছে’? তখন মারিয়া জানান সে আমাকে মারধর করে তাই বেঁধেছি। তবে ভুক্তভোগী সিরাজের অভিযোগ, মারিয়াকে টিকটক করতে বাধা দিয়েছি। তাই আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমাকে বেঁধে হত্যার চেষ্টা চালায় আমার স্ত্রী। বিয়ের পর থেকে টিকটক করা নিয়ে সংসারে কলহ লেগেই থাকত বলে জানিয়েছে প্রতিবেশীরা।
বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলে, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

