সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাতক্ষীরায় ৪৭ লাখ টাকার কাঠ জব্দ, ৩ করাত কল সিলগালা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ৪৭ লাখ টাকার কাঠ জব্দ, ৩ করাত কল সিলগালা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় টাস্কফোর্সের একটি দল অভিযান পরিচালনা করে অনুমোদনহীন অবৈধ তিনটি পৃথক করাত কলকে (স-মিল) ৩০ হাজার টাকা জরিমানা ও ৪৭ লাখ ৩৯ হাজার টাকার গোল কাঠ জব্দ করেছে। একই সঙ্গে পরিবেশ অধিফতরের অনুমোদন না থাকায় ওই তিন করাত কল প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহায়তায় সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার গয়ড়া কলেজ মোড় নামক স্থানে অনুমোদনহীন তিনটি করাত কলে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250526-WA0093

কলারোয়া উপজেলা ভূমি কর্মকর্তা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

সোমবার (২৬ মে) বিকেলে বিজিবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

thumbnail_IMG-20250526-WA0092


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

ভিজিএফ চালের কার্ড কালোবাজারে বিক্রি, ইউপি সদস্যকে গণধোলাই

এ সময় বন বিভাগের অবৈধ কাঠ চেরাই করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৪৭ লাখ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়। এ ছাড়া কাট অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর