সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে এনসিপি’র জনসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

ফেনীতে এনসিপি’র জনসংযোগ ও লিফলেট বিতরণ

ফেনীর বিভিন্ন উপজেলা ও পৌরসভায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় তারা দলের কর্মসূচি, সংস্কার, জুলাই প্রক্লেমেশন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সোমবার (২৬ মে) বিকেল ৪টায় পরশুরাম উপজেলা থেকে কর্মসূচি শুরু হয়। এরপর ফেনী সদর, পৌরসভা ও সোনাগাজীতে গিয়ে দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।


বিজ্ঞাপন


কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার ,স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভি, মনসুর আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব যোবায়ের।

পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল; আজও মানুষের সেই আশা পূরণ হয়নি। হাসপাতালে আহতরা আর্তনাদ করছে, শহীদ পরিবারের পুনর্বাসন করা হয়নি। এরমধ্যে সরকারের সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। সচিবালয়ে ফ্যাসিস্টের সহযোগিরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। 

বক্তারা আরও বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর