মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জ সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশইন

জেলা প্রতিনিধি,  হবিগঞ্জ
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

BSF

হবিগঞ্জের সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে (পুশইন) দেওয়া হয়।


বিজ্ঞাপন


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে এসব তথ্য দেন।

তিনি বলেন, ‘পুশইন হওয়া সবাই বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। তাদের ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আটকের পর কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে টেলে দেয় বিএসএফ।’

আরও পড়ুন

সীমান্ত গেইট খুলে ৫৪ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ

ওসি আরও বলেন, ‘এই ১৯ জন নারী, পুরুষ ও শিশুর কুড়িগ্রাম জেলার ৩টি পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে পরিবারগুলো প্রায় ১৫ বছর ধরে ভারতে ছিল।’


বিজ্ঞাপন


চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম মাহবুব বলেন, ‘পুশইন হওয়া সবাই কালেঙ্গা সীমান্তে বিজিবির পাহারায় রয়েছে। আমি ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছি। বিস্তারিত পরে বলা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর