হবিগঞ্জ জেলার বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ সময় ১৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের, ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও কয়েকটি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়।
ঈদ সামনে রেখে রোববার (২৫ মে) বিকেলে বিআরটিএ সিলেট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বাহুবল উপজেলার শেওলাতলী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
বিআরটিএ সিলেটের মোটরযান পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী, প্রধান সহকারী ইন্দ্রজিৎ রায় ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিআরটিএ হবিগঞ্জের মোটরযান পরিদর্শক মো. হাফিজুল ইসলাম খাঁন জানান, ঈদুল আজহা সামনে রেখে নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিতে এ অভিযান। এ সময় বাস, ট্রাক ও ট্রাক্টরসহ ১৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও কয়েকটি যানবাহনকে সতর্ক করে খুলে নেওয়া হয়েছে হাইড্রোলিক হর্ন।
প্রতিনিধি/ এমইউ

