রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুরে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০১:৩৫ এএম

শেয়ার করুন:

শেরপুরে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

“চব্বিশের গণঅভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার” স্লোগানকে সামনে রেখে শেরপুরে পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী।

রোববার (২৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 


বিজ্ঞাপন


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসলাম খান, জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি মো. রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ইসরাত পুতুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমানসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

জেলা শিল্পকলা ও শিশু একাডেমির সাংস্কৃতিক কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা পাঠ করেন।

পরে প্রধান অতিথি কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বই পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর