সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

নড়াইলে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ এ বৃদ্ধার গলাকাটা মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে। এটা দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে চলছে আলোচনা।

রোববার (২৫ মে) দুপুরে কালিয়া পৌরসভার বেন্দার-চর এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরগুনায় গ্রামবাসীর গুলিতে ডাকাত নিহত

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত হাজেরা বেগম কালিয়া পৌরসভার বেন্দার-চর এলাকার মৃত হাজীনুর মিয়া শেখের স্ত্রী। 

আরও পড়ুন: মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মিলল যুবকের লাশ 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রোববার দুপুরের দিকে গলাকাটা অবস্থায় হাজেরা বেগম নামে ওই বৃদ্ধাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক জানান, তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্বজনদের দাবি, বৃদ্ধা হাজেরা বেগম আম খেতে গিয়ে বটির ওপর পড়ে যায়। এতে তার গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর