সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব মহেশপুর-এর সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার (২৫ মে) বিকেলে মহেশপুর থানা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে প্রেসক্লাব মহেশপুর।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় ‘রেডিও সারাবেলা’র বর্ষপূর্তি 

মানববন্ধনে প্রেসক্লাব মহেশপুর-এর সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, মো. জাকির হোসেন, শহিদুল ইসলাম, সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শনিবার বিকেলে উপজেলার ভৈরবা বাজার এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে বিএনপির দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক ওবায়দুল হক। স্থানীয়রা জানান, হামলাকারীরা তার মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।

আরও পড়ুন: ডাকাতের ছবি তোলায় পোড়ানো হলো সাংবাদিকের মোটরসাইকেল 


বিজ্ঞাপন


সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৯ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক ওবায়দুল হক, মোস্তফা, শরীফুল, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানের অবস্থা গুরুতর। তাদের মধ্যে দু’জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর